Tuesday, April 8, 2014

যারা বাংলা তে কাজ করবেন তাদের জন্য এটা......।।

কিভাবে কমেন্ট করবেন আপনি ;

আপনি যেখানে কাজ করবেন তার লিঙ্ক
১. User Name & password দিয়ে আপনার Account এ Login করুন|
২. Page এর বাম পাশে Forum লেখা option এ click করুন।
৩. ফরেক্স নিয়ে সাধারণ কথাবার্তা
 বলে একটা option আছে। এখানে click করলে একটা নতুন page আসবে।
৪. ঐ page এ দেখেন message এর মত কিছু thread আছে serial by serial.
৫.  ফরেক্স নিয়ে সাধারণ কথাবার্তা এখানে গেলে আপনি বিভিন্ন ধরনের বক্স দেখতে পাবেন। যার মধ্যে নিল এবং লাল এই ২ ধরনের বক্স পাওয়া যাবে। আপনি কেবল মাত্র লাল রঙের বক্স গুলো ওপেন করবেন এবং comment করবেন।
৬. পছন্দ মত Thread open করে comment করুন। তবে একটা Thread এ এক বারই comment করা যাবে। Thread open করার পর একদম নিচে খালি একটা box  দেখা যাবে।
৭.  Box এর মাঝে comment করুন । comment লেখা শেষ হলে দ্রুত মন্তব্য লিখুন এই option এ click করুন।
৮. ৫ টার বেশি পোস্ট করার সময় একটা Random Question এর উত্তর চাইবে তখন এখান থেকে উত্তর দিতে হবে। সবসময় এগুলোই থাকবে।
Q: Who opens and closes deals upon the demand of its clients? 

A: broker
Q: What are traders, relying on a rising currency rate, called? 

A: bulls
Q: What term is there for a difference between Bid and Ask pricing measured in pips?

 A: Spread
Q: Who is the one that trades on Forex with an aim to gain profit? 

A: Trader
Q: What term is used for international foreign exchange market? 

A: Forex
৯. প্রতিদিন UNLIMITED( kisu na hole o)30 ta comment করতে হবে এবং প্রতিটি comment কমপক্ষে 20-30 শব্দের হতে হবে। প্রতিদিন কাজ শেষ
 করে আমাকে REPORT না করলে PAYMENT বাতিল করে দেওয়া হবে।
১০. কোন প্রকার copy/paste করা যাবে না। copy/paste করলে ID Banned হয়ে যাবে। তবে অন্যদের comment দেখে ধারণা নিয়ে লিখতে পারেন। 
সবাই কে নিয়ম মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরদ করা হল।
যে কোন সমস্যার সমাধানে যোগাযোগঃ  Facebook এ ভিজিট করুন 
Call : 01925431199( নাইম)

No comments:

Post a Comment